ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভূমিকম্পের পর রাষ্ট্রীয় শোক পালন করছে ইতালি

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৭ আগস্ট ২০১৬

ভয়াবহ ভূমিকম্পের পর একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইতালি। শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৩শ’ মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৪শ’ জন। খবর বিবিসির।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরকুয়াটা শহরটি। ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। তিনি শোক সভায় যোগদান করবেন বলে খবরে জানানো হয়েছে।

ভূমিকম্পে আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৪২ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা নাগাদ জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বুধবার ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে নিহতদের স্মরণে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

টিটিএন/এএ

আরও পড়ুন