ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাইতিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

সপ্তাহব্যাপী বিক্ষোভ ও রাজনৈতিক অনিশ্চয়তার পর দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান দেশ হাইতি। এ জন্য প্রাদেশিক নির্বাচন কাউন্সিলও গঠন করা হয়েছে।

নয় সদস্য বিশিষ্ট এই কাউন্সিল সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারীদের নিয়ে গঠন করা হয়েছে।

দেশটির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা তিন দিনের সফরে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে এই কাউন্সিলের সদস্যরা শপথ নিয়েছে।

হাইতিতে জাতীয় ও মিউনিসিপ্যাল নির্বাচনের মেয়াদ তিন বছর আগেই পেরিয়ে গেছে। দেশটির সংসদ বিলুপ্ত হওয়ার পরও প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি ক্ষমতায় থাকার জন্য গত সপ্তাহে একটি ডিক্রি জারি করেন।

দরিদ্র এই দেশটি নতুন সংসদ সদস্য নির্বাচনে ব্যর্থ হওয়ায় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সূত্র : বিবিসি

এআরএস