ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৪ আগস্ট ২০১৬

ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে আটকে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির।

শহরের মেয়র জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্পে অর্ধেক শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকুমলি শহরে ভূমিকম্পের পর একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Earthquake

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে পেসকারা দেল ট্রনটো গ্রামে আরো দুজনের মৃত্যু হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি রোমেও আঘাত হেনেছে।

ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৬ মিনিটে শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল।

Earthquake

রোমে বেশ কিছু ভবনে ২০ সেকেন্ডের মত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যশ লা রিপাবলিকা।

এর আগে ২০০৯ সালে আকিলা এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩শ জনের মৃত্যু হয়েছিল।

আমট্রিস শহরেও ভূমিকম্পের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শহরের ভেতর এবং বাইরের সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এখনো বহু লোক ধ্বংসস্তুপের নিচে আটকে আছে। মেয়র সেরজিও পেরোজি রাই রেডিওকে জানিয়েছেন, শহরে একটি ভূমিধ্বস এবং একটি ব্রিস ধসে পড়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন