ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্প : ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৪ আগস্ট ২০১৬

ইতালিতে ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর পেরুগিয়ায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পে ২ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি রোমেও আঘাত হেনেছে।

ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৬ মিনিটে শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল।

রোমে বেশ কিছু ভবনে ২০ সেকেন্ডের মত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যশ লা রিপাবলিকা।

এর আগে ২০০৯ সালে আকিলা এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩শ জনের মৃত্যু হয়েছিল।

টিটিএন/এমএস

আরও পড়ুন