ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাজনীতিতে ৫ বছর নিষিদ্ধ ইংলাক সিনাওয়াত্রা

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

চালের ভর্তুকি নিয়ে দুর্নীতির করা মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিশংসন করে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার দেশটির পার্লামেন্টে ২শ ১৯ জন আইনপ্রণেতার মধ্যে ১৯০ জন অভিশংসনের পক্ষে ভোট দেন।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হবে বলে জানিয়ে অ্যাটর্নি জেনারেলের চালের স্কীমে দুর্নীতির দায়ে ২০১৪ সালেই থাই সেনাবাহিনী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

সাংবিধানিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার এ রায় দেওয়া হয়। রায় অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছর কোনো রকম রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না।

এআরএস