ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বসের পোস্টে লাইক না দেয়ায় জরিমানা

প্রকাশিত: ০৩:২৬ এএম, ২২ আগস্ট ২০১৬

চীনের একটি ট্রাভেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা লাইক দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি। আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে গুনতে হচ্ছে জরিমানা। খবর বিবিসির।

চীনের পূর্বাঞ্চলীয় জিনান শহরে ওই ঘটনা ঘটেছে। একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হচ্ছে। বেইজিং ইয়োথ ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং একাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনে অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন।

কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের এই জরিমানা করা হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন