ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুন্দুজ দখল করেছে তালেবান

প্রকাশিত: ১০:২৭ এএম, ২০ আগস্ট ২০১৬

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি জেলা দখল করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। শনিবার প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ওই শহরটি দখল করে নিয়েছে জঙ্গিরা।

প্রদেশের পুলিশ প্রধানের মুখপাত্র মুহাম্মদুল্লাহ বাহেজ জানিয়েছেন, প্রদেশের খান আবাদ জেলায় বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করে জঙ্গিরা।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারের পরিকল্পণা করছে। সেনাবাহিনীর গাড়ি এবং অস্ত্রসহ শহরটি দখলের বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইউসুফ আইউবি জানিয়েছেন, কয়েকশ বেসামরিক নাগরিক সংঘাতের কারণে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

মোহাম্মদ ইউসুফ সতর্ক করে বলেছেন, সরকার যদি এই শহরের দিকে বিশেষ নজর না দেয় তবে তালেবানরা গত বছরের মত আবারো এই শহরটি ছারখার করে দেবে।  

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি দেশের ৩৪টি প্রদেশের কমপক্ষে ১৫টিই আফগান বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে।

টিটিএন/এবিএস

আরও পড়ুন