৯০ হাজার বছর আগের মানুষের হাড়ের সন্ধান সৌদিতে
সৌদি আরবের প্রত্নতত্ত্ববিদরা সবচেয়ে প্রাচীন মানুষের হাড়ের সন্ধান পেয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, প্রায় ৯০ হাজার বছর আগের মানুষের হাড়ের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।
সৌদি ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ কমিশন জানিয়েছে, তাইমায় খনন করে ওই হাড়ের সন্ধান পাওয়া গেছে। বৃহৎ মরুদ্যানের ওই এলাকায় জনপদের বহু প্রাচীন ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের পথ ধরেই প্রত্নতত্ত্ববিদরা ওই এলাকায় খননকাজ শুরু করেন।
সৌদি প্রত্নত্তত্ববিদ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ওই গবেষণা কাজ শুরু হয়েছিল। পরে প্রাচীন ওই শহরের মাটি খুঁড়েই বহু বছরের প্রাচীন হাড়ের সন্ধান পাওয়া গেছে।
টিটিএন/পিআর