হাসাকায় ২য় দিনের অভিযানে ২২ বেসামরিক নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকায় দ্বিতীয় দিনের অভিযানে কমপক্ষে ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরীয় বাহিনী ওই শহরে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে। ওই এলাকাটি কুর্দিশ যোদ্ধারা নিয়ন্ত্রণ করছিল।
কুর্দিশ যোদ্ধাদের হটাতেই অভিযান শুরু করেছে সরকার বাহিনী। সরকার বাহিনীর বিমান হামলায় কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরার।
দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া বিমান হামলায় কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে নয়জনই শিশু।
কুর্দিশ পিপলস প্রটেকসন ইউনিটের মুখপাত্র রেদুর এক্সেলিল জানিয়েছেন, নারী ও শিশুসহ কয়েক হাজার বেসামরিক নাগরিককে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
টিটিএন/পিআর