তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১২
তুরস্কে তিনটি পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১৯ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় ভান শহরের পুলিশ স্টেশনে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় তিনজন নিহত এবং আরো ৭৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।
এদিকে, বিতলিস প্রদেশে আরো একটি গাড়িবোমা হামলায় পাঁচ সেনা এবং গ্রামের একজন গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চার সেনা। পৃথক এসব হামলার জন্য দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সংগঠনকে দায়ী করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভানের হামলার ঘণ্টাখানেক পরেই এলাজিগ শহরের পুলিশ হেড কোয়ার্টারের সামনে বোমা হামলায় ৩ পুলিশ নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরো ১৪৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮৫ পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন বেসামরিক নাগরিক।
টিটিএন/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা