ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বন্দি বিনিময়ে ইরানকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:০২ এএম, ১৯ আগস্ট ২০১৬

ইরানের হাতে আটক ৪ মার্কিনির মুক্তির বিনিময়ে ইরানকে অর্থ দেয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। এ বছরের জানুয়ারিতে ৭ জন ইরানির মুক্তির পাশাপাশি অর্থ বিনিময়ের অভিযোগ এতদিন অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

সম্প্রতি পেন্টাগন কর্মকর্তা জন কিরবি ৪ মার্কিনির মুক্তির বিনিময়ে অর্থ দেয়ার অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করেছেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

এর আগে ওবামা সরকার দাবি করেছিল, পারমানবিক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং আটককৃত অর্থ ফেরতের প্রক্রিয়ায় ৪শ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। তবে এই অর্থ যে বন্দি বিনিময়ের সেসময় এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিল হোয়াইট হাউজ।

টিটিএন/পিআর

আরও পড়ুন