ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোতে ২২ জনকে হত্যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৮:২১ এএম, ১৯ আগস্ট ২০১৬

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াক্যান রাজ্যে গত বছর একটি খামারে ফেডারেল পুলিশ ২২ জনকে হত্যা করেছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

পুলিশের সঙ্গে বিবাদের জের ধরেই ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। একটি মাদকচক্রের সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন মোট ৪২ জন নিহত হয়। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

মানবাধিকার কমিশনের দাবি, নিহতদের মধ্যে ২২ জনের হত্যাকাণ্ডের ঘটনা ছিল সাজানো। তবে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি সরকারের।

নিহতদের মধ্যে ৪০ জনকে গুলি করে এবং একজন আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া আরো একজন পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়।  

টিটিএন/পিআর

আরও পড়ুন