ক্যালিফোর্নিয়ায় দাবানল : বাড়ি-ঘর ছেড়েছে ৮২০০০ মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ ছড়িয়ে পড়া দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চল থেকে প্রায় ৮২ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মঙ্গলবার ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মাল্টি এজেন্সি ইনসিওয়েব এর তথ্য সাইটে জানানো হয়েছে, প্রায় ৩৪ হাজার ৫শ ভবন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
লস অ্যাঞ্জেলস থেকে ৬০ মাইল পূর্বের সান বারনারদিনো কাউন্টির গভর্নর জেরি ব্রাউন ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওই এলাকায় দাবানলের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দাবানলের সূত্রপাত হয়। আগুনে ইতোমধ্যেই ৯ হাজার একর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।
দাবানলের আগুন থেকে লোকজনকে উদ্ধারের সময় দুই দমকলকর্মী আহত হয়েছেন। ওই এলাকায় প্রায় ৭শ দমকলকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
টিটিএন/আরআইপি