ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লুইজিয়ানায় বন্যায় ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৭ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ হাজার বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে।

বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ৪০ হাজার বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকা থেকে ২০ হাজারের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ৮ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

Louisiana

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, লুইজিয়ানার বন্যাকবলিত এলাকায় বাড়ি-ঘর এবং গাড়ির ভেতরে আটকে পড়া ৮ হাজার মানুষকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা। ওই এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওবামা।  
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ওই অঙ্গরাজ্যে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা সার্বক্ষণিক ওই এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। যে কোনো সমস্যায় তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওই অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ড বলেন, এটা একটা ভয়াবহ পরিস্থিতি। তিনি এই বন্যা পরিস্থিতিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।

টিটিএন/এবিএস

আরও পড়ুন