ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৬ আগস্ট ২০১৬

জম্মু-কাশ্মিরে আবারো নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই সহিংসতায় পাঁচজন নিহত হয়ছে। আহত হয়েছে আরো ১৫ জন। ৮ জুলাই থেকে রাজ্যটিতে শুরু হওয়া সংঘাত-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ জন। খবর এনডিটিভির।

কাশ্মির সংঘর্ষে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন।

মঙ্গলবার বাদগাম জেলার মাগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

কাশ্মিরের হিজবুল মুজাহিদিনের সদস্য বুরহান ওয়ানি নিহত হওয়ার পর প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

টিটিএন/এবিএস

আরও পড়ুন