ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোজাম্বিকে ভয়াবহ হামলা থেকে বাঁচলেন ২ বাংলাদেশি

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৬ আগস্ট ২০১৬

আফ্রিকার দেশ মোজাম্বিকে সরকার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ হামলায় ছয়জন নিহত হয়েছে। তবে ভয়াবহ ওই হামলা থেকে বেঁচে গেছেন দুই বাংলাদেশি নাগরিক। সোমবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, রেনামো বিদ্রোহীদের সঙ্গে সরকার বাহিনীর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

বেঁচে যাওয়া বাংলাদেশিরা দেশটির এসটিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ওই হামলার জন্য সরকার বাহিনীই দায়ী। এদের মধ্যে একজনের দাবি, পুলিশ পরিচয় জানার জন্য তাদের গাড়ি থামায়। পরে মোজাম্বিকানদের লাইনে দাঁড়া করিয়ে তাদের গুলি করা হয়। ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হন তারা। গাড়িতে থাকা সবাই ছিলেন খামার পণ্যের বিক্রেতা। এদের মধ্যে তারা দু`জন ছিলেন বাংলাদেশি।

এদিকে, পুলিশের মুখপাত্র ড্যানিয়েল মাসুয়াসুয়া জানিয়েছেন, রেনামো বিদ্রোহীরা শুক্রবার একটি গাড়ি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে পুড়ে ছয় জনের মৃত্যু হয়। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

টিটিএন/এমএস

আরও পড়ুন