স্বাধীনতা দিবসে শ্রীনগরে হামলায় নিহত ৩
ভারতের ৭০তম স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কর্মকর্তা ও দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরো অন্তত ৯ জন। সোমবার শ্রীনগরের নওহাট্টায় সিআরপিএফ ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক জামা মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। পরে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। আহত নিরাপত্তা কর্মকর্তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর ওপর সোমবার সকাল ৮টার দিকে হামলা হয়েছে। শ্রীনগরের বারহাট্টায় আবাসিক এলাকায় টহলরত সিআরপিএফ কর্মকর্তাদের ওপর বিচ্ছিন্নতাবাদীরা তিন দিক থেকে গুলি নিক্ষেপ করেছে। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বিচ্ছিন্নতাবাদীরা আশপাশের বাসা-বাড়িতে লুকিয়ে পড়ে।
গোলাগুলিতে আহতদের মধ্যে সিআরপিএফের আট সদস্য ও এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। চিকিৎসকরা বলছেন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক; এয়ার অ্যাম্বুলেন্সে তাদের দিল্লিতে পাঠানো হবে।
নওহাট্টার কাছে শ্রীনগরের বকশি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জম্ম-কাশ্মীরের রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া এমন এক সময় শ্রীনগরে এ হামলার ঘটনা ঘটেছে; যখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিচ্ছেন।
এসআইএস/আরআইপি