ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হায়দারাবাদে ম্যানহোলে আটকে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৪ আগস্ট ২০১৬

হায়দারাবাদে ২৫ ফুট গভীর একটি ম্যানহোলে আটকে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই স্যানিটারি কর্মী। তারা পরিস্কারের জন্য ম্যানহোলে নেমেছিলেন।

ম্যানহোলে আটকা পড়ার পর সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ওই তিন স্যানিটারি কর্মী। সেসময় এক টেক্সিক্যাব চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান।

তাদের সাহায্য করতে গিয়ে তিনি নিজেও ওই ম্যানহোলে পড়ে যান। পরে দীর্ঘ সময় আটকে থাকার পর ম্যানহোলের বিষাক্ত গ্যাসের কারণে ওই চারজনের মৃত্যু হয়। শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই স্যানিটারি কর্মীরা কোনো সেফটি গিয়ার ছাড়াই ম্যানহোলে প্রবেশ করেছিলেন। পরে তারা ম্যানহোলের ভেতরে আটকে যায়।

খবরে আরো বলা হয়েছে, স্যানিটারি কর্মীদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এক ট্যাক্সি চালকও ওই ম্যানহোলে পড়ে মারা গেছেন। ওই চালকের দুই সন্তান রয়েছে। এদের বয়স ১০ বছরের নিচে।

টিটিএন/এবিএস

আরও পড়ুন