ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বৈদেশিক বাণিজ্য কমেছে ভারতের

প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৪ আগস্ট ২০১৬

গেল জুনে প্রতিবেশী ভারতের বৈদেশিক বাণিজ্য কিছুটা ঊর্ধ্বমুখী হলেও জুলাইয়ে তা কমেছে। জুলাইয়ে দেশটির রফতানির পরিমাণ ৬ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ কোটি ডলার। একইসঙ্গে আমদানি ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪০ কোটি ডলারে।

বৈদেশিক বাণিজ্য কমার সঙ্গে সঙ্গে দেশটির ঘাটতিও কমেছে। জুলাইয়ে ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭৭৬ কোটি ডলার; জুনে যা ছিল ৮১০ কোটি ডলার।

বৈদেশিক বাণিজ্য কমা প্রসঙ্গে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের প্রেসিডেন্ট এসসি রাহলান বলেন, বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। ব্রেক্সিট পুরো পরিস্থিতি আরো জটিল করে দিয়েছে।

এনএফ/এমএস