ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রবৃদ্ধি কমেছে ইউরোপের তিন দেশে

প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৪ আগস্ট ২০১৬

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপের প্রধান তিন অর্থনীতির দেশে প্রবৃদ্ধি কমেছে। সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে ফ্রান্স ও ইতালিতে। একইসঙ্গে প্রবৃদ্ধির হার কমেছে জার্মানিতেও।

দ্বিতীয় প্রান্তিকে ইউরোপের ২৮ দেশে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ; প্রথম প্রান্তিকে যা ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।

তথ্য অনুযায়ী, এপ্রিল-জুলাইয়ে ইতালি ও ফ্রান্সের প্রবৃদ্ধির হার ছিল শূন্য; যেখানে প্রথম প্রান্তিকে ইতালির প্রবৃদ্ধি হার ছিল শূন্য দশমিক ৩ শতাংশ এবং ফ্রান্সের ছিল শূন্য দশমিক ৭ শতাংশ।  

দ্বিতীয় প্রান্তিকে এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির প্রবৃদ্ধি কমে হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ, প্রথম প্রান্তিকে যা ছিল শূন্য দশমিক ৭ শতাংশ।

এনএফ/এমএস