প্রবৃদ্ধি কমেছে ইউরোপের তিন দেশে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপের প্রধান তিন অর্থনীতির দেশে প্রবৃদ্ধি কমেছে। সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে ফ্রান্স ও ইতালিতে। একইসঙ্গে প্রবৃদ্ধির হার কমেছে জার্মানিতেও।
দ্বিতীয় প্রান্তিকে ইউরোপের ২৮ দেশে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ; প্রথম প্রান্তিকে যা ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।
তথ্য অনুযায়ী, এপ্রিল-জুলাইয়ে ইতালি ও ফ্রান্সের প্রবৃদ্ধির হার ছিল শূন্য; যেখানে প্রথম প্রান্তিকে ইতালির প্রবৃদ্ধি হার ছিল শূন্য দশমিক ৩ শতাংশ এবং ফ্রান্সের ছিল শূন্য দশমিক ৭ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির প্রবৃদ্ধি কমে হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ, প্রথম প্রান্তিকে যা ছিল শূন্য দশমিক ৭ শতাংশ।
এনএফ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস