ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে ট্রেনে হামলায় আহত ৬

প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৪ আগস্ট ২০১৬

সুইজারল্যান্ডের একটি ট্রেনে আগুন ধরিয়ে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। ওই হামলায় ছয় বছরের এক শিশুসহ ছয়জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সুইস পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় সেইন্ট গ্যালেন অঞ্চলের সালেজ এলাকার একটি ট্রেনে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। সেসময় ট্রেনে মাত্র কয়েকজন যাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২৭ বছর বয়সী এক সুইস নাগরিক। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও সে শরণার্থী নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারী প্রথমে ট্রেনে দাহ্য তরল ছুড়ে মারে এবং পরে ছুরি হাতে হামলা চালায়। ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

আরও পড়ুন