পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান
পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান দেওয়ার প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকদের মাঝে। আর সেই গ্রহটির অবস্থান আমাদের ছায়াপথের কাছেরই একটি ছায়াপথে।
এ গ্রহতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা গবেষকদের। এ ধারণার কারণে হিসেবে তারা বলছেন, পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, ওই গ্রহটিও প্রায় একই রকম দূরত্বে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।
জার্মান সাপ্তাহিক ডের স্পিগেলে তথ্য প্রকাশিত হয়েছে। তবে সেখানে গ্রহটির কোনো নাম জানানো হয়নি। ওই গ্রহে পানির অস্তিত্ব থাকার বিষয়েও আশাবাদী বিজ্ঞানীরা।
এনএফ/এমএস