ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মানবিজ শহর মুক্ত করেছে বিদ্রোহীরা

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৩ আগস্ট ২০১৬

সিরিয়ার মানবিজ শহর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মুক্ত করেছে সিরীয় বিদ্রোহীরা। কুর্দিশ এবং আরব যোদ্ধাদের দাবি, তারা আইএসের হাত থেকে উত্তরাঞ্চলীয় মানবিজ শহর মুক্ত করেছে। খবর বিবিসির।

মানবিজ শহর মুক্ত করার কারণে আইএস যোদ্ধাদের ইউরোপে পালানোর পথ বন্ধ হয়ে গেল। কারণ এই শহর দিয়েই তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি দিচ্ছে জঙ্গিরা।

Syria

টানা ৭৩ দিন যুদ্ধ করে আইএসের হাত থেকে প্রায় দুই হাজার বেসামরিক জনগণকে উদ্ধার করেছে বিদ্রোহীরা।

কুর্দি নেতা সালিহ মুসলিম বলেছেন, মানবিজ দখলের কারণে আইএস যোদ্ধারা সরাসরি ইউরোপে যাতায়াত করতে পারবে না।

Syria

তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত মানবিজ শহরটি দু`বছর আগে দখল করেছিল আইএস।

টিটিএন/এমএস

আরও পড়ুন