ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জনের মৃত্যু
ভারতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। কালিয়াচক এলাকায় দিঘা-মালদহ এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকেই।
ট্রেনটি দিঘা থেকে মালদহ যাচ্ছিল। শুক্রবার দুপুরে জামিরঘাটা এবং গৌড় মালদহ স্টেশনের মাঝে ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই রেল কর্তৃপক্ষ একটি বিশেষ ট্রেনে করে ঘটনাস্থলের উদ্ধারকারী দল পাঠিয়েছে।
ওই দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা