‘ভারতে খর্ব হচ্ছে ধর্মীয় স্বাধীনতা’
ভারতে গত বছর ধর্মের নামে একাধিক খুন, দাঙ্গাসহ জোর করে ধর্মান্তরের মতো ঘটনা ঘটেছে। ২০১৫ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হয়েছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়। এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন।
মার্কিন এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই জোর করে ধর্মান্তরের ঘটনা ঘটেছে দেশটিতে। সহিংসতা, খুনসহ ধর্মীয় স্বাধীনতা খর্ব হলেও দেশটির পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া নরেন্দ্র মোদি সরকারের চলতি মেয়াদে ভারতে সহিংসতার ঘটনা ক্রমান্বয়ে বেড়েছে।
এসআইএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা