ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হিলারিকে অস্ত্র দিয়ে থামাতে হবে : ট্রাম্প

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১০ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ঠেকাতে সমর্থকদের নিজেদের অস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগাতে বলেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারিকে থামাতে এভাবেই অস্ত্র ব্যবহারের পরামর্শ দিলেন ট্রাম্প।

নর্থ ক্যারোলিনার উইলমিংটনে অনুষ্ঠিত এক র্যালিতে ট্রাম্প বলেন, হিলারি নভেম্বরের নির্বাচনে জিতে গেলে উদারনৈতিক বিচার ব্যবস্থাকেও সুপ্রিম কোর্টের অধীনে ফেলে দেবে। এতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার হুমকির মুখে পড়ে যাবে।

তাই হিলারি যেন ক্ষমতায় আসতে না পারেন সেজন্য অস্ত্র অধিকার বিষয়ক আইনজীবীদের ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন ট্রাম্প।

ট্রাম্পের এ ধরনের বক্তব্য দেশে সহিংসতা বাড়াতে উস্কানি দিচ্ছে বলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

তবে ট্রাম্প সমর্থকদের দাবি তিনি আসলে অস্ত্র অধিকার সমর্থকদের তার পক্ষে আনার চেষ্টা করছিলেন যেন তাদের সহায়তায় রাজনীতিতে একটি ভালো পরিবর্তন আনা যায়।

টিটিএন/এমএস

আরও পড়ুন