ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৬৮ মালয়েশীয় নাগরিকের পাসপোর্ট প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৮ আগস্ট ২০১৬

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সমর্থনকারী মালয়েশীয় ৬৮ নাগরিকের পাসপোর্ট প্রত্যাহার করেছে দেশটির সরকার। এসব নাগরিকের বিরুদ্ধে আইএস সমর্থনের প্রমাণ পেয়েছে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা।

রোববার দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই ৬৮ নাগরিকের পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। তাদের সবাইকে দেশে ফিরে এনে আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো জানান, অনেক মালয়েশীয় নাগরিক তাদের এখানকার সয় সম্পত্তি বিক্রি করে সিরিয়ায় পাড়ি জমিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়।

জাহিদ হামিদি জানান, এই জঙ্গিরা বিদেশিদের কাছে আমাদের সুনাম নষ্ট করছে। তবে জঙ্গিরা দেশের যেই প্রান্তে বসবাস করুক না কেন তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বিএ