কুয়েতে আইএস সহযোগীকে অর্থ সহায়তা দেয়ায় যুবক আটক
কুয়েতে আরিব মাজিদ নামে আইএসের এক সহযোগীকে অর্থ সহায়তা দেয়ায় আবদুল্লাহ হাদি আবদুল রাহমান আল ইনিজি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আবদুল রাহমান কুয়েতের নাগরিক আর আরিব মাজিদ কুয়েতে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক।
ইরাক ও সিরিয়া প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে আরিবের সম্পৃক্ততা রয়েছে। মাজিদকে ১ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিল আবদুল রাহমান। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ তথ্য জানিয়েছে।
মাজিদ এবং তার তিন সহযোগী ইরাকে থাকাকালীন ২০১৪ সালে কুয়েত থেকে তাদের অর্থ সহায়তা দেয়া হয়েছিল। এ বিষয়ে কুয়েত কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে এনআইএ।
মাজিদ এবং তার সহযোগীরা ওই অর্থ সিরিয়ায় খরচ করেছে বলে জানা গেছে। এদিকে, ২০১৩ সালে পাকিস্তান সফর শেষে নিজ দেশে ফেরেন আবদুল রাহমান। এরপরেই তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিভিন্ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ২০১৪ সালে মাজিদকে অর্থ সহায়তা দেন।
আবুল রাহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কুয়েত কর্তৃপক্ষ।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী
- ২ নাজিব রাজাকের মুক্তি দাবিতে সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা
- ৩ রাশিয়ার জাহাজ থেকে সমুদ্রে ছড়াচ্ছে তেল, প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা
- ৪ ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশের নাগরিক দাবিতে অপপ্রচার
- ৫ চীনে আইফোনের দামে বড় ছাড়, বিরল সিদ্ধান্ত অ্যাপলের