ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৬ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন জরিপের সর্বশেষ ফলাফলে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন ডোমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। সর্বশেষ বিভিন্ন বিষয়ে বিতর্কে জরিয়ে পড়ার কারণেই জরিপে পিছিয়ে পড়েছেন হিলারি।

বৃহস্পতিবার সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। এই ভোটে হিলারি পেয়েছেন ৪৮ পয়েন্ট আর ট্রাম্প পেয়েছেন মাত্র ৩৩ পয়েন্ট। গত মাসেও দুজনের মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ৩।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই জরিপে দেখা গেছে, গত মাসে হিলারি ও ট্রাম্পের মধ্যে পয়েন্টের ব্যবধান প্রায় দ্বিগুণ হয়েছে। গত মাসের শেষ দিকেও দুজনের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ৫।

নিজের দলেই বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছেন ট্রাম্প। সম্প্রতি স্ত্রী মেলানিয়াকে নিয়েও তাকে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। নগ্ন ছবি প্রকাশ এবং ভিসা আইন ভঙ্গের কারণে বির্তক উঠেছে মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে। এসব বিতর্কের কারণেই হয়তো পিছিয়ে পড়ছেন ট্রাম্প।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন