আসামে সন্ত্রাসী হামলায় নিহত ১২
ভারতের আসাম প্রদেশের ককরাজহারে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন।
প্রদেশের পশ্চিমাঞ্চলীয় ককরাজহারের বালাজান তিনিয়ালিতে একটি বাজারে শুক্রবার দুপুরে অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই এলাকায় শুক্রবার সাপ্তাহিক বাজার বসে। অনেক মানুষের ভিড়ের মধ্যে ওই হামলা চালানো হয়।
প্রায় ২০ মিনিট ধরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি চলে। হামলার পরপরই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বন্দুকধারীদের এক সদস্য সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।
হামলার পরপরই সেখান থেকে দুই বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
সন্ত্রাসীরা হামলার সময় একটি ভয়াবহ গ্রেনেড বিস্ফোণ করে। বিস্ফোরণে কমপক্ষে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকায় দিনে দুপুরে এ ধরনের হামলার ঘটনা এই প্রথম ঘটল। এর আগে কখনো জনসমাগম এলাকায় এমন হামলা চালানো হয়।
টিটিএন/এমএস