২২ দেশে আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল
বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্সের বিমানের ২২ দেশের ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার আমিরাত এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে ১৮ ক্রুসহ ৩০০ আরোহী নিয়ে আমিরাত এয়ারলাইন্সের ইকে-৫২১ ফ্লাইটটি ভারতের থিরুভানানথাপুরাম বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। পরে দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় বিমানের সব আরোহীকে বিমান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস বলছে, দুর্ঘটনার শিকার বিমান থেকে আরোহীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিরাত এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ৮ ঘণ্টা পরে বিমানের উড্ডয়ন শুরু হতে পারে। শিগগিরই ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানানো হবে। এছাড়া দুবাই বিমানবন্দরে আমিরাত এয়ারলাইন্সের অন্যান্য ফ্লাইটের অবতরণও বাতিল করা হয়েছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব দেশে ফ্লাইট বাতিল করা হয়েছে;
1. EK572/573: Dubai-Kolkata-Dubai DXB/CCU/DXB
2. EK2809/2810: Dubai-Medina-Dubai DXB/MED/DXB
3. EK843/844: Dubai-Doha-Dubai DXB/DOH/DXB
4. EK083/084: Dubai-Geneva-Dubai DXB/GVA/DXB
5. EK979/980: Dubai-Tehran-Dubai DXB-IKA/DXB
6. EK864/865: Dubai-Muscat-Dubai DXB/MCT/DXB
7. EK849/850: Dubai-Doha-Dubai DXB/DOH/DXB
8. EK630/631: Dubai-Multan-Dubai DXB/MUX/DXB
9. EK881/882: Dubai-Doha-Dubai DXB/DOH/DXB
10. EK839/840: Dubai-Bahrain-Dubai DXB/BAH/DXB
12. EK825/826: Dubai-Dammam-Dubai DXB/DMM/DXB
13. EK947/948: Dubai-Basra-Dubai DXB/BSR/DXB
14. EK977/978: Dubai-Tehran-Dubai DXB/IKA/DXB
15. EK602/603: Dubai-Karachi-Dubai DXB/KHI/DXB
16. EK875/876: Dubai-Kuwait-Dubai DXB/KWI/DXB
17. EK903/904: Dubai-Amman-Dubai DXB/AMM/DXB
18. EK817/818: Dubai-Riyadh-Dubai DXB/RUH/DXB
19. EK857/858: Dubai-Kuwait-Dubai DXB/KWI/DXB
20. EK508/509: Dubai-Mumbai-Dubai DXB/BOM/DXB
21. EK833/834: Dubai-Bahrain-Dubai DXB/BAH/DXB
22. EK386/387: Dubai-Hong Kong-Dubai DXB/HKG/DXB
এসআইএস/পিআর