ভারতে বন্যায় ৯৬ জনের মৃত্যু
ভারতে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০য়ে দাঁড়িয়েছে। বন্যায় প্রায় ১০ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বন্যাকবলিত এলাকা থেকে বেশ কিছু পশুকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। পানির নিচে তলিয়ে গেছে ৮০ ভাগ বন্যপ্রাণি সংরক্ষণাগার। আসামে এ পর্যন্ত ১৭টি গণ্ডারসহ শতাধিক পশুর মৃত্যু হয়েছে।
বন্যায় মঙ্গলবার মধ্যরাতে মহারাষ্ট্র প্রদেশের ব্রিটিশ আমলের একটি ব্রিজ ভেঙে ২০ জন নিখোঁজ হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে মুম্বাই-গোয়া হাইওয়ে রোডের ওই ব্রিজটি ধসে পড়ে। মুম্বাই থেকে ৮৪ কিলোমিটার দূরবর্তী রায়গাদ শহরের ওই ব্রিজটি ধসে পড়ার সময় বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেলে ২০ জনের মত নিখোঁজ হয়।
গঙ্গাসহ বেশ কিছু নদীর পানি বিদৎসীমার কাছাকাছি বা বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
বন্যায় আসামের দেড় শতাধিক রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রাজ্যের প্রায় ১৫ লাখ মানুষ ৩১০ টি ত্রান কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
টিটিএন/এমএস