ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে নিখোঁজ ২০

প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৩ আগস্ট ২০১৬

ভারতের মহারাষ্ট্র প্রদেশে ব্রিটিশ আমলের একটি ব্রিজ ভেঙে ২০ জন নিখোঁজ হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে বুধবার সকালে মুম্বাই-গোয়া হাইওয়ে রোডের ওই ব্রিজটি ধসে পড়ে। মুম্বাই থেকে ৮৪ কিলোমিটার দূরবর্তী রায়গাদ শহরের ওই ব্রিজটি ধসে পড়ার সময় বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেলে ২০ জনের মত নিখোঁজ হয়।  

বন্যায় সাবিত্রি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সাত দশকের পুরনো ওই ব্রিজটি ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময় এর ওপরে থাকা বাস এবং গাড়ি যাত্রীসহ নদীতে পড়ে যায়। সেখান থেকে এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সরকারি মালিকানাধীন দুটি বাসে ১১ জন করে যাত্রী ছিল। তারা সবাই নিখোঁজ রয়েছেন। বাস দু`টি মুম্বাই থেকে যাত্রা শুরু করলেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি।

পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাতিল জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো যানবাহন বা কোনো যাত্রীকে খুঁজে পায়নি উদ্ধারকর্মীরা।

টিটিএন/এমএস

আরও পড়ুন