অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণে আহত ১
অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণে গ্যারেথ ক্লিয়ার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার ম্যানলি ড্যামের কাছে সাইকেল থেকে আইফোনের ওপর পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ডির ৩৬ বছর বয়সী ক্লিয়ার রোববার সাইকেল চালাচ্ছিলেন। এ সময় তিনি সাইকেল থেকে তার আইফোন-৬ এর ওপর পড়ে যান। কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণের শব্দ শোনার আগে তিনি দেখতে পান, ধোঁয়া উড়ছে। এ ছাড়া উরুতে তাপ অনুভব করেন। এ ঘটনায় তার ডান পায়ের উরুর চামড়া পুড়ে গেছে।
ছয় মাস আগে গ্যারেথ ক্লিয়ার ওই আইফোন কিনেছিলেন। পরে মারাত্মক আহত অবস্থায় রয়্যাল নর্থ শোর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
গ্যারেথ ক্লিয়ার বলেন, এ ঘটনার পরে ফোনটির মূল অংশ রাসায়নিক বিস্ফোরণের মতো দেখাচ্ছিল। ফোনের ওপরের অংশ পুরোপুরি অক্ষত রয়েছে। তবে ফোন বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করেনি অ্যাপল বলে অস্ট্রেলিয়া ডটকম জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপল বলছে, কুপারটিনো কোম্পানি এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
আইফোনে আগুন ধরার খবর মাঝে মাঝেই পাওয়া যায়। এর আগে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ১৪ বছর বয়সী এক ছাত্রীর আইফোন-৫ এ হঠাৎ আগুন ধরে যায়। পরে ওই ছাত্রীও এ ঘটনায় আহত হয়েছিলেন।
এসআইএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ২ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৩ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৪ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৫ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র