কাশ্মিরে মন্ত্রীর বাড়িতে পেট্রোল বোমা হামলা
জম্মু কাশ্মিরের পারাইপোরা শহরে শিক্ষামন্ত্রী নাঈম আখতারের বাড়িতে সোমবার রাতে দুটি পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
ওই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় তার বাড়ির প্রধান প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেসময় মন্ত্রী আখতার এবং তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। কর্মকর্তারা জানিয়েছেন, বেমিনা এলাকার এসডিএ কলোনিতে রোড অ্যান্ড বিল্ডিং বিভাগের কার্যালয়েও গতরাতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা