ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হংকংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিডা

প্রকাশিত: ০৫:৪২ এএম, ০২ আগস্ট ২০১৬

হংকংয়ে মঙ্গলবার সকালে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিডা। তবে ঘূর্ণিঝড়ের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ঘূর্ণিঝড়টি ইতোমধ্যেই চীনের মূল খণ্ডের দিকে দিক পরিবর্তন করেছে। খবর সিএনএন।

হংকং অবজারভেটরি জানিয়েছে,ঘূর্ণিঝড়ের সময় শহরের বিভিন্ন স্থানে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

হংকং বিমানবন্দরে ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বাস, ট্রামগাড়ি এবং ফেরি চলাচল বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার পরপরই লোকজন কর্মক্ষেত্র ছেড়ে দ্রুত নিজেদের বাড়ি-ঘরে ফিরে গেছেন। তবে ঘূর্ণিঝড়টি এর শক্তি হারিয়ে  গুয়াংডংয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে খবরে বলা হয়েছে।

গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলের সব অফিস, কলকারখানা এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন