ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদি থেকে ১০ হাজার কর্মীকে ফিরিয়ে আনবে ভারত

প্রকাশিত: ০৯:০৪ এএম, ০১ আগস্ট ২০১৬

সৌদি আরব থেকে ১০ হাজার কর্মীকে দেশে ফিরিয়ে আনবে ভারত। জেদ্দায় কাজ হারিয়ে প্রচণ্ড অর্থাভাবে দিন কাটাতে হচ্ছে ওই কর্মীদের। অর্থের জন্য ঠিকমত খাবারের ব্যবস্থাও করতে পারছেন না তারা। তাদের জন্য সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খবর খালিজ টাইমসের।

সৌদিতে কর্মহীন ওই কর্মীদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতীয় দূতাবাস কর্মহীন ভারতীয়দের খাবারের ব্যবস্থা করছে। সরকার তাদের পাশে আছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি.কে সিং মঙ্গলবার সৌদিতে গিয়ে কর্মহীন ওই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন। আমি আপনাদের নিশ্চিত করছি যে, সৌদিতে আমাদের একজন কর্মীও অভুক্তভাবে দিন কাটাবেন না। আমি এ বিষয়ে প্রতিমুহূ্র্তেই খবর রাখছি।

তিনি আরো বলেন, ওই কর্মীরা যে সব প্রতিষ্ঠানে কাজ করতেন সেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তো আমাদের কর্মীদের সেখানে কর্মহীনভাবে রাখতে পারি না। আমরা সৌদির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমরা আমাদের কর্মীদের দেশে ফিরিয়ে আনতে তাদের সহায়তা চেয়েছি।

খুব শিগগিরই কর্মীদের ভারতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

টিটিএন/এমএস

আরও পড়ুন