ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের সমালোচনায় মার্কিন সেনার মা

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইরাকে নিহত মুসলিম এক মার্কিন সেনার মা।

গাজালা খান নামের ওই নারী অভিযোগ করে বলেছেন, ইসলাম সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প একেবারেই অজ্ঞ। ট্রাম্প প্রকৃত অর্থে উৎসর্গ শব্দটার কোনো অর্থই জানেন না বলেও মন্তব্য করেন ওই নারী।

বৃহস্পতিবার ডেমোক্রেট দলের ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেয়ার সময় গাজালার স্বামী খিজির খানও ট্রাম্পকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কথা-বার্তা বলেন।

উল্লেখ্য, মার্কিন এই মুসলিম দম্পতির সন্তান ক্যাপ্টেন হূমায়ূন কবীর ২০০৪ সালে ইরাকে এক গাড়ী বোমা বিস্ফোরণে নিহত হন।

গাজালা খান বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসলাম নিয়ে অজ্ঞের মত কথা বলেন। তিনি যদি কোরআন ও ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানতেন তাহলে সন্ত্রাসবাদ সম্পর্কে তার ধারণাই পাল্টে যেত। কারণ সন্ত্রাসবাদ নিজেই একটা আলাদা ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়।

ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন তিনি নাকি অনেক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু তার এ কথাটা ভুল কারণ তিনিতো উৎসর্গ কথাটার সত্যিকারের অর্থই জানেন না।

টিটিএন/এমএস

আরও পড়ুন