ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় হামলার হুমকি আইএসের

প্রকাশিত: ০৬:১৮ এএম, ০১ আগস্ট ২০১৬

এবার রাশিয়ায় হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। নয় মিনিটের ওই ভিডিওতে আইএস সদস্যদের রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। খবর ডেইলি বিস্টের।

ওই ভিডিওতে মুখোশ পরিহিত এক ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছে। সেখানে পুতিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, শোনো পুতিন, আমরা রাশিয়াতে আসব এবং তোমাকে নিজ বাসায় হত্যা করব... ভাইয়েরা, জিহাদ শুরু করো, হত্যা করো এবং তাদের সঙ্গে যুদ্ধ করো।

সাব টাইটেলসহ ওই ভিডিওটি টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের সাহায্যে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা আমর্ড যান ও তাঁবুতে হামলা চালাচ্ছে এবং মরুভূমিতে অস্ত্র সংগ্রহ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং পুতিনকে হুমকি দিচ্ছে জঙ্গিরা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস সতর্ক করে বলেছে, দেশে আইএসের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাচ্ছে। দেশের বহু তরুণ আইএসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএসের দলে যোগ দিচ্ছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন