ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে বন্যায় ৭৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০১ আগস্ট ২০১৬

ভারতে ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং বন্যায় এ পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। বন্যায় আসামে ২৯ জনের মৃত্যু হয়েছে। ওই রাজ্যের ২১টি জেলার ১৬ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বিহারের ১২টি জেলার ২৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গঙ্গাসহ বেশ কিছু নদীর পানি বিদৎসীমার কাছাকাছি বা বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

আসামে রোববার প্রাকৃতিক দুর্যোগে আরো দু`জনের মৃত্যু হয়েছে। এদিকে, উড়িষ্যায় গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৩২ থেকে ৪৫য়ে উন্নীত হয়েছে।

আসামের দেড় শতাধিক রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রাজ্যের প্রায় ১৫ লাখ মানুষ ৩১০ টি ত্রান কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭২৯ জনকে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসামে আগামী ২৪ ঘণ্টায় বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার কেন্দ্রিয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসাম পরিদর্শন করেছেন।

এদিকে, রাজ্যে ভয়াবহ বন্যায় ১৬টি গণ্ডারসহ কমপক্ষে ১৯৮টি প্রাণীর মৃত্যু হয়েছে।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন