ভারতে কারাগারে বন্দিদের সংঘর্ষে দুই সৌদি নাগরিকসহ নিহত ৩
ভারতের উত্তর-পূর্বাঞ্চল মনিপুরের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে দুই সৌদি নাগরিকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্র জানান, রাজধানী ইম্ফলে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। খবর আরব নিউজের।
রাজ্যের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক পি ডোঙ্গেল সাংবাদিকদের বলেন, কারাগারের একই সেলে অন্য বন্দিরা হামলা চালায় দুই সৌদি নাগরিকের ওপর। পরে সেলের অন্য এক বন্দির ওপর হামলা চালায় ওই দুই সৌদি। হামলা-পাল্টা হামলার খবর ছড়িয়ে পড়লে অন্য বন্দিরা সৌদি নাগরিকদের ওপর হামলা চালায়। এতে ওই দুই সৌদি নাগরিকের প্রাণহানি ঘটে।
২০১৩ সালে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই দুই সৌদি নাগরিককে আটক করে ভারতের পুলিশ। তখন থেকেই কারাগারে বন্দি ছিলেন তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি চলছিল।
কারাগারে সংঘর্ষের এ ঘটনায় ভারতীয় এক আদিবাসী নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় এই নাগরিকের নাম থ্যাংমিলিয়ান জু, মনিপুরের চুরাচাঁদপুর জেলার বাসিন্দা তিনি।
পুলিশ মহাপরিচালক পি ডোঙ্গেল বলেন, কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তিনি বলেন, নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি, সংঘর্ষে কোনো অস্ত্রের ব্যবহার হয়েছিল কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছি।
কারাগারে বন্দিদের সংঘর্ষ থামাতে দুই কারা নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। সৌদি নাগরিকদের মৃত্যু সম্পর্কে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে সৌদি আরব।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা