ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে বিচারের মুখোমুখি লুলা

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ৩০ জুলাই ২০১৬

রিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগেই বিচারের মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস দুর্নীতি মামলার বিচার কাজে বাঁধা দেওয়ায় তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

ইতোমধ্যেই লুলার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন লুলা। তিনি দাবি করেছেন, তার শাসনামলে তিনি কোনো দুনীতি করেননি। লুলাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে, রিকার্ডো লেইতে নামে ব্রাসিলিয়ার একটি ফেডারেল কোর্টের বিচারক শুক্রবার বলেছেন, লুলা এবং ওই ছয়জনের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণাদি রয়েছে। এর ভিত্তিতেই লুলার বিচার শুরু করা সম্ভব।

ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল রডরিগো জ্যানত পেট্রোব্রাস কেলেঙ্কারির জন্য লুলাকেই দায়ী করেছেন। লুলার সম্মতি না থাকলে এ ধরনের দুর্নীতি কখনোই সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

টিটিএন/পিআর

আরও পড়ুন