ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্যামেরুনে শতাধিক বোকো হারাম সদস্য নিহত

প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

ক্যামেরুনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের অন্তত ১শ ৪৩ সদস্য নিহত হয়েছে। ক্যামেরুনের যোগাযোগমন্ত্রী ইসা টিচিরোমা বাকারি এক বিবৃতিতে এ দাবি করেছেন। নাইজেরিয়ার বিদ্রোহী সংগঠন বোকো হারামের জন্য এটি ভয়াবহ ক্ষতি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, সোমবার বোকো হারামের সদস্যরা উত্তরাঞ্চলীয় শহর কলোফাতার একটি সামরিক ক্যাম্পে হামলা চালাতে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বোকো হারামের ১৪৩ সদস্য নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্রান্ডের আসল্ট রাইফেল, বুলেট ও ভারী অস্ত্রশস্ত্রসহ অনেক যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে ক্যামেরুনের মাত্র একজন সেনা নিহত ও চারজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। নাইজেরিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ক্যামেরুনেও তারা অনেক হামলা চালিয়েছে।