ফ্রান্সের মসজিদে বিদেশি তহবিল বন্ধ
ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশি তহবিল বন্ধ করার কথা চিন্তা করছে সরকার। দেশটিতে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস।
এক বিবৃতিতে ভলস বলেন, এখন পরিবর্তনের সময় এসেছে। আমাদের অবশ্যই আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই প্রজন্ম ধরে চলতে থাকবে।
নিস হামলা ও এবং গির্জার পাদ্রী হত্যার ঘটনায় ফ্রান্স বেশ বিপাকে আছে। দেশটিতে সাধারণ লোকজন সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানো হবে এবং শেষ পর্যন্ত সন্ত্রাসীরা পরাজিত হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ভলস।
টিটিএন/এমএস