হিলারির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রথম নারী প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের মনোনয়ন পেয়ে তিনি ইতিহাস গড়েছেন। মনোনয়ন পেতে তাকে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর সিএনএন।
বৃহস্পতিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ডেমোক্রেট দলের ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন সাবেক এই ফার্স্ট লেডি।
সোমবার চার দিনব্যাপী ন্যাশনাল করভেনশন শুরু হয়। সম্মেলনের চতুর্থ ও শেষ দিনে অনুষ্ঠানিক বক্তব্য রাখেন হিলারি। ভাষণে হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি বিনয়, সংকল্প ও সীমাহীন আস্থার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।
হিলারি আরো বলেন, আমি অত্যন্ত খুশি যে এমন দিন এসেছে, যখন আর কোনো বাঁধা নেই। কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না।
মনোনয়ন গ্রহণের আগে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঐতিহাসিক ভাষণ দেন হিলারি। তিনি বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করবো।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে আমেরিকাকে গড়বো। আমেরিকা কখনো এমন কোনও দেশ হবে না যেখানে এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোন ধর্মকেই নিষিদ্ধ করবো না। আমরা সকল আমেরিকান একসঙ্গে কাজ করবো।
সেসময় হিলারি তার নিকতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে তার প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। ন্যাশনাল কনভেনশনের আগেই ডেলিগেটদের মনোনয়ন পেয়ে নিজের অবস্থান নিশ্চিত করেছিলেন হিলারি। দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়াটাই শুধু বাকি ছিল তার। আর সেটাই এখন পুরোপুরি নিশ্চিত করলেন হিলারি। এখন শুধু প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে আরাে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
টিটিএন/পিআর