ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের বর্বরতায় জাতিসংঘের নিন্দা

প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৮ জুলাই ২০১৬

নাইজেরিয়ায় বোকো হারামের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ অভিযোগ করেছে, দেশটিতে অমানবিক বর্বতা এবং সহিংসতা চালাচ্ছে বোকো হারাম।

দেশটিতে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী স্টিফেন ওব্রিয়েন জানিয়েছেন, বোকো হারাম জঙ্গি গোষ্ঠী দেশটিতে হাজার হাজার মানুষকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য করছে। এছাড়া মানবিক সহায়তা প্রয়োজন এমন লোকের সংখ্যা নজিরবিহীনভাবে বেড়ে চলেছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, দেশটিতে ৯০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আনুগত্য স্বীকার করেছে বোকো হারাম।

ওব্রিয়েন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, বোকো হারামের জঘন্য, বর্বর এবং অসহনীয় কর্মকাণ্ড দেশটিতে কঠিনভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। তারা বিভিন্ন আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহার করছে। চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত বোকো হারামের হয়ে ৫০ জনের বেশি শিশু আত্মঘাতী হামলায় অংশ নিয়েছে।

টিটিএন/এবিএস

আরও পড়ুন