সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় নিহত ৪৮
সিরিয়ায় কুর্দিশ অধ্যুষিত কামিশলী এলাকায় ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর শহরটিতে এটাই ছিল সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলার ঘটনা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে পশ্চিমাঞ্চলীয় জেলার কামিশলী শহরের ওই হামলায় নিহতের সংখ্যা ৪৮ এবং আহতের সংখ্যা ১৪০ বলে জানানো হয়েছে।
ব্রিটেনভিত্তিক গণমাধ্যম সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, ওই হামলায় নারী ও শিশুসহ ৪৮ জন নিহত হয়েছে।
কুর্দিশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিস্ফোরক বোঝাই গাড়িথেকে ওই হামলা চালানো হয়। হামলার সময় একটি জ্বালানী কন্টেইনারে বিস্ফোরণ ঘটানো হয়।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা