তুরস্কে আরো ৪৭ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ব্যর্থ সেনা অভ্যুত্থানের তুরস্ক কর্তৃপক্ষ বুধবার নতুন করে আরো ৪৭ জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে নির্বাসিত দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের মালিকানাধীন সংবাদপত্র দৈনিক জামানে কর্মরত। তুরস্ক সরকার বলছে, গত ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেন জড়িত।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে বলছে, জামান পত্রিকার সাবেক কলামিস্ট শাহিন আলপেকে বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে। ফেতুল্লা গুলেনের ধর্মীয় আন্দোলনে জামান পত্রিকা সরাসরি জড়িত ছিল। গত মার্চে পত্রিকাটির অফিসে তল্লাশি চালায় পুলিশ।
আটক ওই কলামিস্ট বলেছেন, তিনি কোনো অপরাধের সেঙ্গে জড়িত নন, এ ছাড়া কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও কিছু জানেন না তিনি।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে দেশটির অন্তত ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক। এদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
অভ্যুত্থান চেষ্টার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৩ হাজারেরও বেশি সেনাসদস্য, সেনা কর্মকর্তা, বিচার বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীকে আটক করা হয়। গুলেনপন্থী সন্দেহে দেশটির ৫০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার তুরস্ক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যর্থ অভ্যুত্থানে সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যরা ৩৫টি যুদ্ধবিমান, ৩৭টি হেলিকপ্টার, ৭৪টি ট্যাংক ও তিনটি নৌযান ব্যবহার করেছে। অভ্যুত্থান চেষ্টায় কমপক্ষে ৮ হাজার ৬৫১ সেনা কর্মকর্তা ও কর্মচারী জড়িত ছিলেন। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় ২৪৬ জন নিহত হয়েছে।
এসআইএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?