ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাভা সাগরে বিধ্বস্ত বিমানের ভয়েস রেকর্ডার উদ্ধার

প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র উপকূলে বিধ্বস্ত এয়ারএশিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্সের পর এবার ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছে ডুবুরিরা। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে ধ্বংসাবশেষ থেকে ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

এর আগে গত সোমবার বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়। তারও আগে উদ্ধার করা হয়েছিল ফ্লাইট ডাটা রেকর্ডার।

উদ্ধার করা ককপিট ভয়েস রেকর্ডার থেকে যাবতীয় তথ্য বিশ্লেষণে তা দেশটির রাজধানী জাকার্তায় নেওয়া হয়েছে। ব্ল্যাকবক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডারও পরীক্ষা-নিরীক্ষার জন্য সেখানে রয়েছে। ডিভাইসগুলোর তথ্য পরীক্ষার পর এ থেকে বিমানটি ধ্বংসের যাবতীয় কারণ উদঘাটন করা যাবে।

মালয়েশিয়াভিত্তিক এয়ারএশিয়ার এ৩২০-২০০ এয়ারবাসটি ১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর সকালে ইন্দোনেশিয়ার সুরাবিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে জাভা সমুদ্র উপকূলে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের কাছে কিউজেড৮৫০১ ফ্লাইটের বিমানটি বিধ্বস্ত হয়।