ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৪৪

প্রকাশিত: ১০:২১ এএম, ২৭ জুলাই ২০১৬

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিপন্থী যোদ্ধাদের নিয়ন্ত্রিত কামিশলি শহরে পৃথক দুটি বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, কুর্দিদের প্রধান নিরাপত্তা কার্যালয়ের কাছে ট্রাক বোমা হামলা হয়েছে। তুরস্ক সীমান্তের কাছের হাশশাকেহ শহরে এই হামলা আইএস চালিয়েছে বলে আমাক নিউজ অ্যাজেন্সি জানিয়েছে।

এর আগেও ওই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে বোমা হামলা চালায় আইএস। গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিপন্থী যোদ্ধাদের জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এর সদস্যরা হাশশাকেহ এলাকায় আইএসের বিরুদ্ধে হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবারের হামলায় গাড়ি ও মোটরসাইকেলে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, বোমা বিস্ফোরণে ব্যাপক এলাকা ধ্বংস হয়েছে এবং আকাশে ধোঁয়া উড়ছে।

আইএস নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, স্থানীয় কুর্দি পুলিশ কেন্দ্র ও পাশের সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলাকারী ট্রাকবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

এসআইএস/এমএস

আরও পড়ুন